টপ নিউজ
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫, ০৯:১৯ পি.এম.


হাসপাতালে কাদের গনি চৌধুরী। সংগৃহীত ছবি
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে)-এর মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী জ্বর এবং চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন।
তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মেডিসিন বিশেষজ্ঞ এবং সাবেক পিজি হাসপাতালের প্রোভিসি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় কাদের গনির হঠাৎ অসুস্থতায় সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
কাদের গনির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।
ভিওডি বাংলা/ আরিফ