• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৮:১৪ পি.এম.
টকশোতে শফিউল বারী বাবুকে স্মরণ করছেন স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। ছবি: ভিডিও থেকে নেওয়া

অকালেই ঝরে গিয়েছেন তরুণ রাজনীতিবিদ শফিউল বারী বাবু। শফিউল বারী বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ জনপ্রিয় ছাত্রনেতা বিএনপির তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। পরিচিতি পেয়েছিলেন তুখোড় সংগঠক হিসেবেও।

সম্প্রতি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিওডি বাংলার টশোতে কথা বলেছেন তাঁর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। আন্তরিক আলাপচারিতায় উঠে এসেছে শফিউল বারী বাবুর জীবনের নানা দিক।

তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন? এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী জানান, আমি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলতে চাই। হাদিসে আছে যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর কাছেও উত্তম। বাবু খুবই উত্তম চরিত্রের মানুষ ছিলেন।

তিনি বলেন, স্বামী হিসেবে তাঁকে খুব কম সময়ই কাছে পেয়েছি। আমাদের বিয়ে হয় দুই হাজার দশ সালে। তখন স্বৈরাচার হাসিনা ক্ষমতায়। মারা গেছেন দুই হাজার বিশ সালে। তখনও হাসিনা ক্ষমতায়। আমাদের দাম্পত্য জীবনে তাঁকে মামলা-মোকদ্দমা, নানান নীপিড়ন সহ্য করতে হয়েছে।

বাবুর সাংগঠনিক জীবন ছিল বর্ণাঢ্য। বীথিকা বলেন, সাংগঠনিক জীবনে তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। আশির দশকে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। তখন জাসদ ছাত্রলীগের রমরমা অবস্থা। ছাত্রদলের মিছিলে বিশ-ত্রিশ জনের বেশি কর্মী পাওয়া যেত না। বাবু কলেজে পা রাখার কিছুদিনের মধ্যেই চিত্র বদলে যায়। এরপরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে তাঁর সাফল্যের কথা সবারই জানা। বেগম খালেদা জিয়াও শফিউল কারী বাবুর প্রতি আস্থাশীল ছিলেন। 

বীথিকা আরও বলেন, বাবুর দরজা সবার জন্য খোলা ছিল। নেতাকর্মীরা প্রয়োজনে তাঁকে কাছে পেতেন। নিজেকে উজাড় করে দিয়ে কর্মীদের সমস্যা সমাধান করতেন। তাঁর স্বপ্ন ছিল জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম