• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোন চুক্তি হয়নি : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৪:৫২ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা কোন কাজ করবো না যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করবো। তেমনি দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি।

শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, ২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোনও শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।

জানান প্রেস সচিব বলেন,  ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া