• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাঁশখালীতে ভারী বর্ষণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০১:৪৮ পি.এম.

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীতে গত কয়েক দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন স্থানীয়রা। বিশেষ করে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং দিনমজুররা কাজ হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

কয়েক দিন টানা বৃষ্টির কারণে বাঁশখালীর বিস্তীর্ণ কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে সবজি চাষিরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন। পটল, শসা, ঝিঙে, করলা, বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক ধার-দেনা করে সবজি চাষ করেছিলেন, এখন সব হারিয়ে তারা দিশেহারা। এছাড়াও, নতুন করে রোপণ করা আমন ধানের চারাও অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে, যা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বিভিন্ন এলাকার দিনমজুররা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। নির্মাণ কাজ, কৃষি কাজ এবং অন্যান্য ছোটখাটো কাজ বন্ধ থাকায় তাদের রোজগার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব পরিবারগুলো এখন চরম অর্থ সংকটে পড়েছে। অনেকেই জানিয়েছেন, তাদের ঘরে খাবার নেই এবং কীভাবে পরিবার চালাবেন তা নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

শুক্রবার (০১ আগস্ট) দুপুরে খানখানাবাদ, কাথরিয়া, সরল, বৈলছড়ি, পুইছড়ি, শীলকূপ,ছনুয়া, সাধনপুর, কালিপুর পুকুরিয়া  ইউনিয়নের বিভিন্ন গ্রামের সরজমিন ঘুরে দেখা যায় বৃষ্টির ফলে বাঁশখালীর বিভিন্ন গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু জায়গায় সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনেও মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না।

উপজেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস এবং পাহাড়ি ঢলের শঙ্কা দেখা দিয়েছে। ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল ও সাগরের পানি লোকালয়ে প্রবেশ করে আরও ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমজুরদের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্হ এলাকাবাসী। অতি দ্রুত তাদের জন্য ত্রাণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সালাউদ্দিন কামাল, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে বাঁশখালী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার শ্যামল চন্দ্র সরকার জানান, বাঁশখালীতে গত কয়েকদিন ধরে ভারি ভর্ষণে সবজি ক্ষেত ও ধানের বীজ তলা ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে আমাদের মাঠকর্মীরা ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রণয়ন করতেছে, তালিকা শেষে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই