• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে

প্রথম দিন থেকেই কাজ করতে প্রস্তুত বিএনপি : আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি    ৫ আগস্ট ২০২৫, ০৭:০৭ পি.এম.
ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ শুরু করবে। ইতোমধ্যে বিভিন্ন খাতে—বিশেষ করে ভেটেরিনারি সায়েন্স, শিক্ষা, স্বাস্থ্য ও আইসিটি—আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে একক শাসন কায়েম করেছিলেন। সেই শাসনের অবসান অনিবার্য ছিল।” তিনি দাবি করেন, গত ১৫ বছরে ৬০-৭০ লাখ মানুষ মিথ্যা মামলার শিকার হয়েছেন, হাজার হাজার মানুষ গুম ও খুন হয়েছেন, এবং কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক মানসিকতা ও সংস্কৃতির পরিবর্তন জরুরি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে চিন্তা করতে হবে।”

সভাপতির বক্তব্যে সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরা যদি হেরে যাও, তাহলে বাংলাদেশ হেরে যাবে। তোমাদেরকেই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, সিভাসুর পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, পিআরটিসি পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির এবং সিভাসুর প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনায় বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত সিভাসুর শিক্ষার্থী রাহাত বিন জাহাঙ্গীরও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু