• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেবিদ্বারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

কুমিল্লা প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০১:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবিদ্বার উপজেলা শাখা।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের দেবিদ্বার উপজেলা সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানা উল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, মো. তমিজ উদ্দিন, নূরুল হুদা, মো. জুনায়েদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দেবিদ্বারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা