রিয়াল মাদ্রিদে নতুন জার্সি পেলেন এন্ড্রিক


নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ছিলেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। গুঞ্জন উঠেছিল, ক্লাব তাকে ধারে অন্য কোথাও পাঠাতে চাচ্ছে, যদিও তিনি তাতে আগ্রহ দেখাননি। তবে এসব আলোচনা ছাপিয়ে সুখবর পেয়েছেন তিনি-রিয়াল কোচের কাছ থেকে পেলেন দলে গুরুত্বপূর্ণ এক জার্সি নম্বর।
লুকা মদ্রিচ এসি মিলানে যোগ দেওয়ার পর রিয়ালের ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের আগে ব্যবহার করা ৯ নম্বর জার্সিটি এখন উঠেছে এন্ড্রিকের গায়ে। এর আগে গত মৌসুমে তিনি ১৬ নম্বর জার্সি পরতেন।
তবে এন্ড্রিক ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় সেই ১৬ নম্বর এখন গ Gonzalo García-র কাছে গেছে। ২১ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড গত ফিফা ক্লাব বিশ্বকাপে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন-যা রিয়ালের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে ধরা হয়।
এই পারফরম্যান্সের ভিত্তিতে অনেকেই ধারণা করেছিলেন, নতুন মৌসুমে ৯ নম্বর জার্সি গার্সিয়াই পাবেন। তবে শেষমেশ কোচিং স্টাফ বেছে নিয়েছেন এন্ড্রিককেই। স্প্যানিশ দৈনিক Marca-র প্রতিবেদন অনুযায়ী, এন্ড্রিক নিজে থেকে ৯ নম্বর জার্সি চাননি, তবে দলে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকেই এই নম্বর দেওয়া হয়েছে। বয়সে গার্সিয়া বড় হলেও রিয়ালের মূল দলের অভিজ্ঞতায় তিনি এখনো জুনিয়র।
এছাড়া রিয়ালের নতুন মৌসুমের স্কোয়াডে কিছু নতুন মুখের জার্সি নম্বরও জানানো হয়েছে।
লিভারপুল থেকে আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ক্লাব বিশ্বকাপে ১২ নম্বর পরে খেলেছেন, তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেন পরবেন ২৪ নম্বর, আলভারো ক্যারেরাস পাবেন ১৮ নম্বর জার্সি, রাউল অ্যাসেন্সিও পরবেন ১৭ নম্বর।
আর এখনো খালি থাকা ১৫ নম্বর জার্সি আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে দেওয়া হতে পারে।
ভিওডি বাংলা/জা