বেরোবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা সমিতির বার্ষিক বনভোজন। শুক্রবার (৮ আগস্ট) দিনব্যাপী এ আয়োজনে সিরাজগঞ্জ জেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
দিনের শুরুতেই সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল অনুষ্ঠান শুরু হয় জুমার নামাজের পর। এ সময় একদিকে চলতে থাকে রান্নার প্রস্তুতি, অন্যদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা বিনোদনমূলক ও সাংস্কৃতিক আয়োজন।
বিনোদনমূলক আয়োজনে ছিল ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলা এবং লটারি ড্র। এসব খেলায় বিশ্ববিদ্যালয়ের ১২তম থেকে ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ছোট-বড় সবাই স্মৃতি ধরে রাখতে সেলফি ও গ্রুপ ফটোতে ব্যস্ত সময় কাটান।
এসময় সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি সুমন আহমেদ রাজ বলেন, "আমাদের সিরাজগঞ্জ জেলা সমিতির মূল লক্ষ্য পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখা। এই বনভোজন আমাদের সেই বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।"
তিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ১৭তম ব্যাচে চান্সপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের স্বাগত জানান।
রসায়ন বিভাগের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, “এটা সত্যিই এক অন্যরকম অনুভূতি। সবাই মিলে একত্রে সময় কাটানো, গল্প-আড্ডা সব মিলিয়ে দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
রান্না ও খাবারের পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ