• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক পূর্বাভাসে জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল বুধবার (১৩ আগস্ট ) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্র দেখালেই গুলি, নির্দেশ সিএমপি কমিশনারের
অস্ত্র দেখালেই গুলি, নির্দেশ সিএমপি কমিশনারের
লক্ষীপুরে গৃহবধূ রিনা হত্যার আসামি ধরাছোঁয়ার বাহিরে
লক্ষীপুরে গৃহবধূ রিনা হত্যার আসামি ধরাছোঁয়ার বাহিরে
মাদারীপুর আ.লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার
মাদারীপুর আ.লীগের সহ-সভাপতি খোকন গ্রেপ্তার