• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৪:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হকের (৫২) বিরুদ্ধে ছাত্রী সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্যের আড়ালে ফজলুল হক ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে এক ছাত্রীর সঙ্গে কোচিং সেন্টারে আপত্তিকর অবস্থায় তাকে দেখে ফেলে এক শিক্ষার্থী। বিষয়টি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ে জড়ো হয় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলুল হককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের প্রধান ফটক ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ চলে গেলে উত্তেজিত জনতা ওই শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

দশম শ্রেণির ছাত্র বাঁধন মণ্ডল অভিযোগ করে বলেন, “ফজলু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে কুক্ষিগত করে রেখেছেন। তার মতো শিক্ষকের এখানে থাকার দরকার নেই। আমরা তার পদত্যাগ চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খালেক জানান, “বিক্ষোভের সময় পরিস্থিতি অবনতি হলে পুলিশকে খবর দিই। বিদ্যালয়ের সম্পদের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে।”

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ