• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

‘করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে’ স্লোগানে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি তালেবুর রহমান জানান, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি। 

থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর পাবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। 

ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয়। এজন্য এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।

তিনি আরও জানান, অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।

অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে।

অনলাইন জিডি করার বিস্তারিত নিয়ম:

গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড অথবা অনলাইন জিডি পোর্টাল (gd.police.gov.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

আবেদন

১। নিবন্ধন সম্পন্ন করার পর পোর্টালে লগ ইন করুন।
২। ‘নতুন জিডি আবেদন’ বা এই ধরনের অপশনটিতে ক্লিক করুন।
৩। যে বিষয়ে জিডি করতে চান, তার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য যেমন- বিবরণ, স্থান, তারিখ ইত্যাদি পূরণ করুন।
৪। যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, তার বিবরণ এবং শেষ কোথায় দেখা গেছে, তার তথ্য দিন।
৫। ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন।

জমা দেওয়া

আবেদনপত্রটি ভালোভাবে দেখে, ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।

অবস্থা জানা

আপনার জিডির সবশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানতে পারবেন।
জিডি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়

অনলাইন জিডি করার জন্য কোনো ফি লাগে না।
হারিয়ে যাওয়া জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করুন।
আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সঠিক দিন, যা পরবর্তীকালে যোগাযোগের জন্য প্রয়োজন হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
জেনেভা ক‍্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা
ফ্যাসিবাদ পতন ও ফতহে গণভবন সাইকেল র‌্যালিতে ছাত্রশিবিররা