• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের বাণী

ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৯:১২ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - ছবি সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”

শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‌‘আবহমানকাল ধরে এই ধর্মীয় উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। উৎসব সর্বজনীন; এটি সম্প্রদায়গত বিভাজন ভুলিয়ে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।’

তারেক রহমান বলেন, ‘সমাজে আনন্দের পরিবেশ সৃষ্টি করতে ধর্মীয় উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানুষকে সংহতির এক অভিন্ন বোধে যুক্ত করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়। সকল ধর্মের মূল শিক্ষা হচ্ছে সম্প্রীতি, মানব কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুপ্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা বজায় রেখেছে।’

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে
কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইউনুছ আহমাদ
কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইউনুছ আহমাদ