• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকুন্দিয়া থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৯:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) সন্ধায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম লিটন ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি। 

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছরে পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী লিটনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলযজ্ঞসহ বিভিন্ন অপরাধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এমনকি নারী কেলেংকারির সাথেও জরিত সে। পাশাপাশি অন্যের জমি দখল করা,মসজিদ মাদ্রাসার হুজুরদের বিভিন্ন সময়ে হামলা করে গুরুতর আহত করার অপরাধের তার বিরুদ্ধে মামলা রয়েছে। এমনকি পতিত সৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রভাব কাটিয়ে অন্যের জমি জোর জবরদস্তি করে রাতের আঁধারে ঈদগাহ মাটের সাথে সংযুক্ত করা,ঈদগাহ মাট ও মসজিদ কমিটির জোর জবরদস্তি পছন্দ অনুযায়ী কমিটি গঠন করার জন্য তার একটি নিজস্ব বাহিনী ছিল। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাকুন্দিয়া পৌর এলাকার ১ নং শ্রীরামদী কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের প্রশাসন দিয়ে বাড়িছাড়া করে রাতভর ভোট ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়াও গত ২০২১ সালের পাকুন্দিয়া পৌর নির্বাচনের কেন্দ্র দখল করে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বিজয়ী করতে মোবাইল ফোনের প্রার্থী এড. জালাল উদ্দিনের কর্মী সমর্থকদের উপর তার নেতৃত্বে হামলা হয়।

এছাড়াও ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি কিশোরগঞ্জ ২ আসনে আওয়ামী মনোনীত এমপি নূর মোহাম্মদের ছত্রছায়ায় সে এলাকাবাসীদের জিম্মি করে নানা অপকর্ম করেছে।

এমনকি মসজিদের কমিটির সাধারণ সম্পাদক হয়ে (কিশোরগঞ্জ-টোক) সড়ক ও জনপথের ভূমি অধিগ্রহনের মসজিদের ক্ষতিপূরণের টাকা নিজ একাউন্টে নিয়ে মসজিদ নির্মানে টাকা না দেওয়ার অভিযোগ আছে। এলাকাবাসী জানায় মসজিদের টাকা তার একাউন্টে নিয়ে গেলে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ থেমে পড়ে। মসজিদে নামাজ না পড়তে পেড়ে পাশের একটি ফুরকানিয়া মাদ্রাসায় পড়তে হচ্ছে মুসুল্লিদের। এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন সেক্টরে সারা বছর চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে থানায় অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও প্রশাসন মামলা নেয়নি পুলিশের সাবেক আইজিপির আস্থাভাজন থাকায়।

পাকুন্দিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সুজায়েত হোসেন রফিকুল ইসলাম লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর কুখ্যাত এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে পেরেছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি সে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই