• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনে তারেক রহমানের ‘ভার্চুয়াল সেটআপ’, ছবি প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পি.এম.
তারেক রহমানের ‘ভার্চুয়াল সেটআ‘। ছবি: সংগৃহীত

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর ধরে প্রবাসের মাটি থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এবার তার সেই ভার্চুয়াল সেটআপের ছবি প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলো তুলেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি লালু।

ছাত্রদলের পোস্টে জানানো হয়, মাত্র একটি চেয়ার, একটি টেবিল ও একটি ক্যামেরাকে সঙ্গী করেই দীর্ঘদিন ধরে প্রবাস থেকে দলের নেতা-কর্মীদের খোঁজখবর নিচ্ছেন তারেক রহমান। পাশাপাশি রাজনৈতিক নানা কর্মসূচিতেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।

ছবির ক্যাপশনে আরও লেখা হয়, “এটি কেবল একটি ছবি নয়, এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ ও সংগ্রামের নীরব সাক্ষী। সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার উপর নির্ভর করে না; বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসই একজন নেতাকে মহান করে তোলে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী