• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাঁশখালী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পি.এম.
পিপি রাজ্জাক। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা 
প্রদান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছমদ মিয়ার বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এডভোকেট পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন। 

পিপি রাজ্জাক বলেন, শেখেরখীল ইউনিয়নে আগুন লেগে ৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ার খবরটি গতকাল পাওয়ার সাথে সাথে আজ আমি ছুটে এসেছি।

আমরা তারেক রহমানের নির্দেশনানুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ প্রদান করি। এ সামান্য টিন ও নগদ অর্থ এ পরিবারগুলোর এত বড় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব হবেনা। তবে আমরা তাদের এ ক্ষয়ক্ষতি লাঘবে যতটুকু সহযোগীতা প্রয়োজন আমরা এ সহযোগীতা করে যাবো। যাতে দ্রুত তারা এ ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। 

এসময় উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ রাছেল, সৈয়দ নুর, শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুবেল, মহিলা ইউপি সদস্য শামশুজ্জামান, মোঃ ইউসুফ চৌধুরী, এহসান হাবিব, ফায়েজ, ছাত্র নেতা রাফি, মোঃ কফিল, জকরিয়া, ব্যাংক কর্মকর্তা শাহেদুল কবির, জহির, মনিরুল্লাহ ও রাকিব সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শেখেরখীলের ৯নং ওয়ার্ড সমদ বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে মো. ছগির, জাফর আহমদ, মাওলানা ওসমান ও ফজল কাদেরের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই