• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলের ভাঙন ঠেকাতে ইশিবার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-ছবি সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন দলে ভাঙন এড়াতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। তবে এই সিদ্ধান্ত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ফেলেছে।

রয়টার্স জানায়, ইশিবার কার্যালয়ের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও সরকার জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর থেকেই ইশিবার জোট সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ ভোটারদের মাঝে তীব্র হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। গত জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে হারের পর দলীয়ভাবে পদত্যাগের আহ্বান উঠলেও এতদিন তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে সম্প্রতি ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নামে। ৩০ বছরের বন্ডের ফলন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ অবস্থায় ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোট আয়োজনের ঘোষণা দেয়, যা ইশিবার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে তোলে।

এদিকে, ইশিবার স্থলাভিষিক্ত হিসেবে তুলনামূলক শিথিল আর্থিক নীতির সমর্থক সানায়ে তাকাইচির নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তাকাইচি ব্যাংক অব জাপানের সুদবৃদ্ধি পদক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রী পদ ছাড়ার আগে ইশিবার শেষ বড় কাজ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করা। ওই চুক্তির আওতায় জাপান ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, আর বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন