বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


চট্টগ্রামে বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকালে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা ফারজানা বেগমের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক কামরুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উম্মে হাবিবা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাপোড়া-শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের উপদেষ্টা রিদোয়ানুল করিম খোকন, সাংবাদিক শিব্বির আহমেদ রানা, অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন নুরুল কাদের।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ, তানিয়া, জেয়াসমিন, ডালিয়া, কাউছার, স্মৃতি, নিলু, খতিজা, নাঈম, চম্পা ও রিতা।
উল্লেখ্য যে, বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজ বাঁশখালী'র চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নং ওয়ার্ডে অবস্থিত। ২০২১ সালে অত্র প্রতিষ্ঠান যাত্রা শুরু করে শহরের নামী-দামী সরকারি বেসরকারি স্কুলের আলোকে গঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হচ্ছে বলে জানা যায়।
ভিওডি বাংলা/ এমএইচ