নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত


নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
শপথগ্রহণ শেষে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। এ তথ্য জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।
রাষ্ট্রপতি দপ্তরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত হয়। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব দেন।
গত এক সপ্তাহ ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনে অন্তত ৫১ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়া এ আন্দোলনকে স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘জেন জি আন্দোলন’।
৭২ বছর বয়সী কার্কি ২০১৬ থেকে ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, সততা ও দৃঢ়তার জন্য তিনি সুপরিচিত। বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে কারাদণ্ড দেওয়া থেকে শুরু করে সরকারের সঙ্গেও সরাসরি সংঘাতে জড়াতে পিছপা হননি তিনি।
ভিওডি বাংলা/জা