• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ অক্টোবর ২০২৫, ০১:২২ পি.এম.
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম-ছবি সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে এবং অতিরিক্ত মুনাফা করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শনের সময় উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

নুরজাহান বেগম বলেন, “উচ্চরক্তচাপ শুধু চিকিৎসক বা সরকারের বিষয় নয়, এটি আমাদের সবার দায়িত্ব। হাইপারটেনশন কেন হয়, তা নিয়ে সচেতনতা জরুরি। কিন্তু আমরা প্রতিরোধের পথে তেমন এগোইনি। তামাক আমাদের ধ্বংস করতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে বেশি মুনাফা করছে। যদি তামাক নিয়ন্ত্রণে সফল হই, তবে চিকিৎসায় যে ৭১ শতাংশ খরচ পকেট থেকে আসে, তা অনেক কমে আসবে। ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগই চিকিৎসা ব্যয়ের বড় কারণ।”

তিনি আরও বলেন, “চিকিৎসা সরবরাহ সরকার করবে, এটি তার দায়িত্ব। তবে জনগণেরও ভূমিকা আছে। সবাইকে সচেতন হতে হবে, প্রতিরোধের পথ খুঁজতে হবে। মানুষ সচেতন হলে এসব রোগে আমাদের অতটা বেগ পেতে হবে না। গণমাধ্যমকর্মীরাও রোগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার দায়িত্বে আছেন।”

পুরো পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা
৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত ২, হাসপাতালে ভর্তি ৬১০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত ২, হাসপাতালে ভর্তি ৬১০
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬