• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআর পদ্ধতির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের নায়েবে আমীরের

নিজস্ব প্রতিবেদক    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের পক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প-ছবি সংগৃহীত

রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর-১৩ এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ক্যাম্পটি আয়োজিত হয় ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ও সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর রেজাউল করিম মাহমুদ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সুস্থতা আল্লাহ তা’য়ালার বড় নিয়ামত। মূলত, অসুস্থ হলে আল্লাহই শিফা দান করেন। চিকিৎসার পাশাপাশি আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কারণ, তিনিই বান্দাকে সবকিছু দান করতে সক্ষম।” তিনি বলেন, “চিকিৎসার চেয়ে প্রতিরোধই শ্রেয়তর। তাই স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। পরিমিত আহার, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেদের প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘সুস্থ মানুষই দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখতে পারে। তাই সুস্বাস্থ্যের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ববান হতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিব বলেন, ‘দেশে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচনী পরিবেশ হতে হবে মুক্ত ও সুষ্ঠু। ‘১০ হোন্ডা ২০ গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা’-এমন নৈরাজ্যকর অবস্থা আর চলতে পারে না।’

তিনি বলেন, ‘আমাদের দাবি, নির্বাচন হতে হবে জনগণের ভোটে, জনগণের অংশগ্রহণে। এজন্য দরকার পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, যেখানে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে সমানভাবে।’

অধ্যাপক মুজিব পিআর পদ্ধতির দাবিতে সকল দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘ঢাকা-১৫ আসনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান একজন যোগ্য, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রার্থী। তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত নেতৃত্বে কুরআনের আদর্শে পরিচালিত কল্যাণ রাষ্ট্র গড়ে উঠলে দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে এবং দেশ হবে দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী