• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন মিয়ার মতবিনিময়

মাদারীপুর প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন মিয়ার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলার ৭১ চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন মিয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ, তাই রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, আমি বিশ্বাস করি দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে মাদারীপুর-১ আসনের উন্নয়নের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ।

শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল শরীফ,শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ বোরহানউদ্দিন খান, শিবচর পৌর বিএনপির সদস্য মোঃ মেজবাহ গোমস্তা মাসুমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার প্রায় শতাধীক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ সুজন বেপারী।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন