• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই শামীম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পি.এম.
এস এম নওশের বাদশা শামীম। ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নওশের বাদশা শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দু’টি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিরোজপুরে নিয়ে আসে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার শামীম নাজিরপুর থানার একটি নিয়মিত মামলার অভিযুক্ত আসামি। তাকে নিয়মানুযায়ী পিরোজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এদিকে, গ্রেপ্তারের খবর জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় শামীমের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী