• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। 

সোমবার (১ ডিসেম্বর) সকালে পল্লবী সরকারি কলেজের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আমিনুল হক বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে সময় পার করছেন। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছে। তিনি বলেন, ‘আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিকরণ বা দলীয় হস্তক্ষেপ হতে দেওয়া হবে না।’

শিক্ষার মানোন্নয়নে বিএনপির কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুণগত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা শিগগিরই সামনে আনা হবে।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। গত ১৫ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি।’ তরুণ ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী