রিক্সা–ভ্যান–অটো চালক দলের নতুন জেলা মহানগর কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং গাজীপুর মহানগর শাখার কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার ২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক অধ্যাপক মোঃ আশফাকুল ইসলাম সরকার (মনু) ও
সদস্য সচিব এডভোকেট মো. মাহফুজুর রহমান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গুলো অনুমোদন করা হয়।
মুন্সিগঞ্জ জেলা শাখা (২৬ সদস্য)
মুন্সিগঞ্জ জেলা শাখার ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মাসুদ রানা প্রধান আহ্বায়ক এবং মো. অহিদুল ইসলাম খোকন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া একাধিক যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর শাখা (৬১ সদস্য)
নারায়ণগঞ্জ মহানগর শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মনোয়ার হোসেন শোখন আহ্বায়ক এবং মো. সোহেল সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও একাধিক যুগ্ম আহ্বায়ক এবং সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা শাখা (৫১ সদস্য)
নারায়ণগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. হাবিবুর রহমান আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন সদস্য সচিব নির্বাচিত হন। কমিটিতে বিভিন্ন স্তরের যুগ্ম আহ্বায়ক ও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা শাখা (৫১ সদস্য)
কিশোরগঞ্জ জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. দানিছ মিয়া আহ্বায়ক এবং মো. আলমগীর ভূঁইয়া সদস্য সচিব নিযুক্ত হন। কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ শাখা (১০১ সদস্য)
ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. নবী আলম বাহার আহ্বায়ক এবং মো. আল আমিন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। বৃহৎ এই কমিটিতে বিপুল সংখ্যক যুগ্ম আহ্বায়ক ও সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা মহানগর উত্তর শাখা (১২১ সদস্য)
ঢাকা মহানগর (উত্তর) শাখার ১২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. আমীনুন্নবী আহ্বায়ক এবং মো. শরীফউদ্দীন আহমেদ সদস্য সচিব নিযুক্ত হয়েছেন। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ বহু যুগ্ম আহ্বায়ক রয়েছেন।
গাজীপুর মহানগর শাখা (৫১ সদস্য)
গাজীপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. শওকত আলী সরকার আহ্বায়ক এবং সাধন চন্দ্র দে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সম্মানিত সদস্য হিসেবেও একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটিগুলোর মাধ্যমে রিক্সা, ভ্যান ও অটো চালকদের অধিকার রক্ষা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে আন্দোলন জোরদার করা হবে।
ভিওডি বাংলা/জা







