• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ওপর সরকারি ডকুমেন্টারি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ এ.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার -ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত ডকুমেন্টারিটিতে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হয়ে উঠেছেন। তার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনা করছে বলেও উল্লেখ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের এই ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে পুনরাগমনের ক্ষেত্রে তার নেতৃত্ব বিশেষভাবে চিত্রায়িত হয়েছে। ডকুমেন্টারিতে এক-এগারো পরিস্থিতিতে তার আপসহীন অবস্থান এবং নিরাপত্তার বিনিময়ে আপোস না করার দৃঢ়তাও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া, শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তার কারাবন্দিত্বের বিষয়টি ডকুমেন্টারিতে ফুটে উঠেছে।

ডকুমেন্টারিটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে-“বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের