• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুর চিড়িয়াখানা

খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ঢাকার সিংহ, মিরপুর জাতীয় চিড়িয়াখানা। সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয়ে যায় সিংহটি—এ তথ্য নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই অবস্থান করছে এবং তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ‘অবশ করার অস্ত্র নিয়ে আমরা প্রস্তুত আছি। সুযোগ মিললেই সিংহটিকে অবশ করার ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে,’ বলেন তিনি।

ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানা খালি করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে বাইরে এল—এ প্রশ্নের উত্তরে পরিচালক জানান, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ কোনো গ্রিল ভাঙা বা ফাঁকা জায়গা পাওয়া যায়নি। ‘দরজা দিয়েই বের হয়েছে বলে ধারণা করা হচ্ছে,’ বলেন তিনি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী