• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ শহরের গোশালা এলাকার হরিজন পল্লীর সামনে অবস্থিত জাহাঙ্গীরের ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (০৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়রা প্রথমে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে থাকা প্রায় ২০ লাখ টাকার তৈরি করা ফার্নিচার, পারটেক্স বোর্ড, কাঠসহ বিভিন্ন মূল্যবান উপকরণ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত না করা গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, তাদের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে ততক্ষণে অনেক মালামালই পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়ী জাহাঙ্গীরের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা