• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে ঠাকুরগাঁও জেলার সুমন কুমার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন ঠাকুগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সুমন হোটেলের একটি কক্ষে উঠেন। পরের দিন তাকে কেউ দেখতে পাননি। শনিবার রাত ৮টার দিকে হোটেলের কর্মীরা ভাড়া নেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে ফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে মারা গেছেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু ধরা হলেও, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং মৃতদেহের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, এখনো পর্যন্ত মৃত্যুর ক্ষেত্রে কোনো সন্দেহের বিষয় পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল তথ্য আমরা যাচাই করছি। ঘটনার আইনগত প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা