• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে শিক্ষার মানোন্নয়নে গণশুনানি

৩৮ সমস্যার মধ্যে ৩৫টির তাৎক্ষণিক সমাধান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হলো গণশুনানি। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস ও সনাক-টিআইবির যৌথ উদ্যোগে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষা পরিবেশ, শিক্ষক সংকট, অবকাঠামো সমস্যা, টয়লেট সংকট, মিড-ডে মিল, বিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের উপস্থিতি, বাল্যবিয়ে রোধসহ মোট ৩৮টি সমস্যা তুলে ধরেন।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে ৩৫টি সমস্যার সমাধান ঘোষণা করেন। বাকি ৩টি সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন কর্তৃপক্ষ।

গণশুনানিতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজ একসঙ্গে কাজ করলে শিক্ষার মান আরও উন্নত হবে।

এ ধরনের গণশুনানি শিক্ষাখাতে জবাবদিহিতা বৃদ্ধি, সমস্যা চিহ্নিতকরণ এবং দ্রুত সমাধানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে সনাক সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাকের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক, মধুপুর প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।

সনাক-টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর পরিচালনায় গণশুনানিতে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহম্মেদ এবং সহকারী শিক্ষা অফিসার মিরুল হুদা।

মুক্ত আলোচনায় শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি, সাংবাদিক, এসিজি-ইয়েস সদস্যসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন