• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫ সালের জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনার চেক হস্তান্তর করা হয়।

সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির নবনির্বাচিত সদস্য মোর্তজা আলী, শাহজাদ হোসেন পল্টন, আনোয়ার ইসলাম বিপ্লব ও আনিছুর রহমান লিটন। এছাড়া শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক এস. এম. তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার এবং শিক্ষার্থী প্রতিনিধি হযরত ওমর, মারুফা আক্তার ও নাজিব হাসান বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাদেক আজিজ লাবলু এবং তাজমেরী সুলতানা।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন