বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২, চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল দাশ, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আবু নোমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক আব্দুল মোতালেব কালু, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ এবং সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম চৌধুরী সহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, একটি উন্নত ও স্বচ্ছ সমাজ গঠনে নৈতিকতা, সততা ও সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
ভিওডি বাংলা/ এমএইচ







