• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পি.এম.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করতে হবে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শিশু নিকেতন আদর্শ বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, “আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশের জন্য আমাদের লড়াই করতে হয়েছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মানচিত্র, পতাকা, কথা বলার অধিকার এবং বিশ্বে বাংলাদেশি পরিচয়।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা শুধু নিজেদের আলোকিত করবে না, ভবিষ্যতে তাদের নেতৃত্বেই দেশ চলবে। ভালোভাবে লেখাপড়া করবে, বাবা-মা ও শিক্ষকের কথা শুনবে, ভালো মানুষ হবে, গাছ লাগাবে, সমাজে ভালো কাজে যুক্ত থাকবে এবং মানুষের পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, ভালো মানুষ ও সুশিক্ষিত নাগরিকরাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারীদের স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

হাবিব নির্বাচনে ভোটের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

একই দিন দুপুর ২টায় হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মুগদা স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও জোড়পুকুর মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হবে।

ভিওডি বাংলা/জা

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত আজ
ওসমান হাদির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত আজ
লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে
বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে