• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদীর পথ অনুসরণ করে এগিয়ে চলার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক    ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পি.এম.
জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আন্দোলন শেষ হয়ে যায়নি। বিপ্লব শেষ হয়ে যায়নি। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমনিভাবে আমাদের ভাই হাদি রক্ত দিয়ে গিয়েছেন, কিন্তু আপোষ করেননি। আমাদের সবাইকে হাদীর পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে।’    

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, ‘আমাদের সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম। আধিপত্যবাদের পক্ষে যারাই কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এছাড়া দেশকে আমরা রক্ষা করতে পারবো না। দেশকে আমাদের রক্ষা করতে হবে।’ 

তিনি বলেন, ‘আজকে আমাদেরকে যারা অন্য দৃষ্টিতে দেখছেন, তাদেরকে বলবো  বাংলাদেশকে হজম করতে যাইয়েন না। বাংলাদেশকে হজম করা অতো সহজ না। বাংলাদেশকে আমরা রক্ত দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছি। আজকের রক্ত দিয়ে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি। প্রয়োজনে এই সংগ্রামকে আরো দীর্ঘায়িত করতে হবে। কিন্তু কোনভাবেই আপোষের ফর্মুলায় যাওয়া যাবে না।’ 

তিনি আরও বলেন, ‘কারা হাদীকে হত্যা করেছে, এটা পরিষ্কার। কিন্তু আমি ধিক্কার জানাই এই সরকার ও পুলিশকে। একটা চিহ্নিত খুনি, যাদেরকে আপনারা চিনেন এবং তার অতিত রেকর্ড আছে, তারপরও কেন এই খুনিকে গ্রেফতার করতে পারলেন না। এই ব্যর্থতা কার। হাদির খুনিকে গ্রেফতার করতে পারলেন না এটা কি মেনে নেয়া যায়? ফ্যাসিবাদের দোসরা এখনো বিভিন্ন জায়গায় বসে থাকবে এটা কখনো হতে পারে না।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লবের কথা চিন্তা করেছেন। বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে এবং জয়লাভ করেছে। কিন্তু হয়তো জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি পূরণ হয়নি। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আশার দিক এটাই যে— কেউ কখনো আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি।’  

সরকারের উদ্দেশে সালাম বলেন, ‘আমরা বারবার বলেছি ৫ আগস্টের পরে, আপনারা স্বৈরাচারের 'ভূতকে' প্রশাসনে, সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্বে রেখে সফলভাবে দেশ পরিচালনা করবেন, সফলভাবে একটি নির্বাচন করবেন, তারা কখনোই সেটা হতে দিবে না। এখনতো উপদেষ্টারা কিছুটা বুঝতে পারছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রথম দিকে সময়গুলো নষ্ট করেছেন। আমরা বলেছিলাম জুলাইয়ের স্পিরিট থাকা অবস্থায় তাদেরকে সরাতে হবে এবং একটি জাতীয় নির্বাচন, সংস্কার ও বিচার করতে হবে। কিন্তু সেসময় আমাদের কথা আপনাদের ভালো লাগেনি। এখনো বলি— যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে জুলাইয়ের স্পিরিট আবারও আমাদের মাঝে নিয়ে আসতে হবে। নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও ফিরিয়ে আনতে হবে।’ 

বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, ‘এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এই লড়াই হলো আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। এখানে তাদেরও (আ.লীগ) স্বার্থ আছে। তাদের স্বার্থের জলাঞ্জলি এত সকাল দিয়ে দিবে, এটা ভাবার কোনো কারণ নেই। যে সমস্ত বুদ্ধিজীবী-সাংবাদিকরা বলা শুরু করেছে যে, আওয়ামী লীগের প্রতি অবিচার করা হচ্ছে, তাদেরকে কেন নির্বাচনে সুযোগ দেয়া হবে না। যারা যারা এসব কথা বলেছে, তাদেরকে আগে হাদীর হত্যার জবাব দিতে হবে।’ 

এসময় নাগরিক সমাবেশে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,শাহ আলম বাবলু ও ডেমরা যাত্রাবাড়ী এলাকার এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে রাজপথের বিপ্লবী হয়ে ওঠেন ওসমান হাদি
যেভাবে রাজপথের বিপ্লবী হয়ে ওঠেন ওসমান হাদি
হাদি হত্যায় ন্যায়বিচার চাইলেন হাবিব
হাদি হত্যায় ন্যায়বিচার চাইলেন হাবিব
হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক