টপ নিউজ
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহল ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ






