• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফলতা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আওয়ামী সরকারের পতনের পর প্রায় ১৬ মাস নগরপিতাহীন ঢাকার দুই সিটি করপোরেশন। প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। এই সময়ের মধ্যে দুই সিটিতে প্রশাসক বদল হয়েছে ছয় বার। নিয়মিত কাজের বাইরে নতুন কিছু উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। তবে, নেই বড় কোনো প্রকল্প। 

বিদায়ী বছরেও ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হতে পারেনি ঢাকার দুই সিটি করপোরেশন। শুধু ঢাকাতেই ডেঙ্গু প্রাণ হারিয়েছে আড়াইশ’র বেশি মানুষ। মেয়র ইস্যুতে ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের মুখে ৪৩ দিন বন্ধ থাকে দক্ষিণ সিটির কার্যক্রম। এছাড়াও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

আওয়ামী সরকারের পতনের পর প্রায় ১৬ মাস নগরপিতাহীন ঢাকার দুই সিটি করপোরেশন। প্রশাসক দিয়েই চলছে কার্যক্রম। এই সময়ের মধ্যে দুই সিটিতে প্রশাসক বদল হয়েছে ছয় বার। নিয়মিত কাজের বাইরে নতুন কিছু উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। তবে, নেই বড় কোনো প্রকল্প। 

গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটির আগের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। পরে, ২৮ এপ্রিল ইসি গেজেট প্রকাশ করে ইসি। তবে, শপথ নিতে না পারার কারণে আন্দোলনে নামেন ইশরাক হোসনের সমর্থকরা। ৪৩ দিন বন্ধ থাকে সিটি করপোরেশনের কার্যক্রম। এসময় নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করেন তিনি। তবে, শেষ পর্যন্ত শপথ নিতে পারেননি।

এ বছরও ডেঙ্গু নিয়ন্ত্রণে খুব একটা সাফল্য আসেনি। বরং ডেঙ্গু এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ঢাকার দুই সিটিতে মারা গেছে আড়াই’শর বেশি। মোট মৃত্যুর হিসেবে তা ৫০ ভাগেরও বেশি। হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজারেরও বেশি। আর আউটডোরে সেবা নেওয়া রোগীর কোনো তথ্যই নেই।

প্রতিবছরই শীত মৌসুমে দেখা দেয় কিউলেক্স মশার প্রাদুর্ভাব। এবারও তার ব্যতিক্রম হয়নি। মশারি, কয়েল, ইলেকট্রিক ব্যাটসহ মশা তাড়ানোর নানা সরঞ্জাম দিয়ে পরিত্রাণ মেলেনি। যদিও মশা নিয়ন্ত্রণে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছে দুই সিটি।

এ বছরও পিছু ছাড়েনি জলাবদ্ধতা। ২২ সেপ্টেম্বরের বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বেশিভাগ অংশ। এছাড়াও ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিতেই বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সঙ্গে খানাখন্দে ভরা সড়কেও নাকাল হয়েছে নগরবাসী।

রাজনৈতিক দলগুলোর প্রার্থী-নেতাদের ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরের দেয়াল। অধিকাংশ গ্রাফিতিই এখন পোস্টারে ঢাকা। নির্বাচনী প্রচারণার পাশাপাশি অন্য পোস্টারও চোখে পড়ার মতো।নির্বাচনকে ঘিরে নগরের যেখানে-সেখানে পোস্টার লাগানো নিয়ন্ত্রণ করাই এখন দুই সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে কাজ শুরু করেছে দুই সিটি। 

নভম্বর থেকে বর্জ্য ব্যবস্থার উন্নয়নে দক্ষিণ ঢাকায় বসছে ডাস্টবিন। নগর স্বাস্থ্যসেবার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে উত্তর সিটি করপোরেশন। হয়েছে নিয়মিত সড়ক উন্নয়নের কাজও। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় শহীদ শান্তিক্ষীর জানাজা সম্পন্ন
রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ছয় শহীদ শান্তিক্ষীর জানাজা সম্পন্ন
এ কে খন্দকারের জানাজা আজ
এ কে খন্দকারের জানাজা আজ
তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুরে
তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক দুপুরে