• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ ঘোষণা

   ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পি.এম.

 নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ ওএমএসের মাধ্যমে ৬৫০ টাকায় যে ১০টি কৃষিপণ্যের প্যাকেজ দেওয়া হত তা স্থগিত করা হয়েছে। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না। ১৫ অক্টোবর কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার।

তিনি বলেন, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলেও দাবি করেন। 

অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পরেনি বলে আবারও দাবি করেছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করছে সরকার। সারের সংকট যেন না হয়, এজন্য সার কেনার সিদ্ধান্তও হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে।

উল্লেখ্য,  কৃষিপণ্য কম মূল্যে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রমের সুবিধাভোগী ছিল প্রায় ৮ লাখ মানুষ।  ওই প্যাকেজে ৬৫০ টাকা প্যাকেজের ১০টি পণ্যর মধ্যে ছিল ডিম এক ডজন, আলু এক কেজি, পেঁয়াজ এক কেজি, পেঁপে এক কেজি, কুমড়া এক টুকরো, করলা এক কেজি, পটল এক কেজি, লাউ একটি, কচুরমুখি এক কেজি ও কাঁচা মরিচ এক কেজি। সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রতিদিন ঢাকার ২০টি এলাকায় এসব পণ্য বিক্রি করা হতো।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান
ফিরছে ‘না’ ভোট, বাতিল ইভিএম : ইসি সানাউল্লাহ
ফিরছে ‘না’ ভোট, বাতিল ইভিএম : ইসি সানাউল্লাহ