• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

স্বস্তি চায় সাধারণ মানুষ

রাতের ঢাকায় আতঙ্ক

   ১৭ মার্চ ২০২৫, ০১:৩০ পি.এম.

প্রান্তিকা মুন

রাত হলেই যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে, মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক। অন্যদিকে, শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ৪ জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা।এমন চাঁদাবাজি কিংবা সংঘাত-হানাহানির রাত নয়, বরং একটু স্বস্তিতে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চায় সাধারণ মানুষ।

মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এ শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেয়াতেই খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা।

তাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য। যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময়, একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশের পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া জানান, ছুরিকাঘাত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

একই রাতে রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। স্থানীয়রা জানান, এক বাড়ির মালিকের কাছে ১০ জনের একটি দল চাঁদা দাবি করে। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী।

ভুক্তভোগী বাড়ির মালিক জানান, তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে তারা। জোরপূর্বক টাকা আদায় করতে চাইলে একপর্যায়ে তাদের আটক করে বেঁধে রাখে স্থানীয়রা।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইফুর রহমান, চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এলাকাবাসী বাদী হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ প্রশাসনে অস্থিরতা ও মবভীতি
সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের চ্যালেঞ্জ প্রশাসনে অস্থিরতা ও মবভীতি
নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন !
নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন !
ডাকসু নির্বাচনের ইতিহাস
ডাকসু নির্বাচনের ইতিহাস