• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভোটের মাঠে কেন শূন্য জোয়ার

আলেম সমাজের কর্মসূচিতে মানুষের ঢল

   ১২ এপ্রিল ২০২৫, ১০:১৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বয়ে গেছে জনস্রোত। মিছিলের শহরে পরিণত হয়েছে রাজধানী। এ কর্মসূচির আয়োজকদের অন্যতম ছিলো দেশের প্রখ্যাত ইসলামি স্কলার ও জনপ্রিয় বক্তারা। তাদের ডাকে সাড়া দিয়ে মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে একই ধরনের কর্মসূচি রাজনৈতিক দলগুলোর ব্যানারে আয়োজিত হলেও এরকম সাড়া ফেলেনি। তবে আলেম সমাজের এই জনসমর্থন শুধু অরাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ, রাজনীতির মাঠ বা ভোটে তেমন কোনো প্রভাব পড়ে না।

কর্মসূচিতে লোকারণ্য, ভোটের রাজনীতিতে শূন্য কেন আলেমরা এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স. ম. আলী বলেন, নির্বাচনের মাঠ আর অরাজনৈকি কর্মসূচি এক নয়। নির্বাচনের মাঠে জনসমর্থন দারুণভাবে বিভাজিত থাকে। তবে এ ধরনের কর্মসূচির কিছুটা প্রভাব পড়ে, বড় ধরনের নয়। ভোটের রাজনীতির সঙ্গে অনেক বিষয় জড়িত, তাই সেখানে প্রভাব পড়বে বলে মনে করি না। এছাড়া ভোটের রাজনীতিতে আমাদের বিভাজন আছে। আলেম সমাজের নেতৃত্বের একটি ব্যর্থতাও আছে।

তিনি বলেন, ভোটের রাজনীতিতে রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি কাজ করে। নিজস্ব এজেন্ডা, ইশতেহার ও পলিসি থাকে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আজকের কর্মসূচি হলো-ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করা। এটি পুরো বাংলাদেশের সংবেদনশীল জায়গা। এ কর্মসূচির সঙ্গে আমারও আত্মিক সংহতি আছে।

একই ধরণের কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর আহ্বানে কেনো এতো সমাগম হয় না এ নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের একটি আদর্শ থাকে। একটি সমর্থন থাকে। ওখানে একধরনের বিভাজন আছে। যেমন-বিএনপি কোনো ইস্যুতে আহ্বান করলে শুধু তাদের সমর্থকরাই আসবে, জামায়াতে ইসলামী কোনো আহ্বান করলে তাদের সমর্থকরা আসবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু গাজা ইস্যু সর্বজনীন, এ কারণে এখানে কোনো বিভাজন নেই। তাই বিপুল সমাগম হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের খুবই জনপ্রিয় বক্তা ও ইসলামি  স্কলার ড. মিজানুর রহমান আজহারী ‘মাচ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এটিও একটি আবেদন তৈরি করতে পারে। তার অনেক ফলোয়ার আছে। এছাড়া এখানে বিএনপি, জামায়াত চরমোনাই সহ অনেক রাজনৈতিক দলের নেতা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাই তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনে এ ধরনের সমাগম বা আলেমদের আহ্বান কোনো প্রভাব ফেলতে পারে কিনা জবাবে অধ্যাপক আলী রেজা বলেন, নির্বাচনের মাঠ যখন তৈরি হবে তখন আজকের জনসমর্থন বিভাজিত হবে। কিছুটা প্রভাব পড়বে, তবে বড় ধরনের নয়। 

এ বিষয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ও তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, আলেম সমাজ যখন অরাজনৈতিক ব্যানার থেকে আহ্বান করে তখন সব মহলের লোকজন অংশ গ্রহণ করে। কিন্তু রাজনৈতিক প্রোগ্রামে তো সবাই অংশ গ্রহণ করবে না, কারণ রাজনৈতিক আন্দোলন সবার এক নয়। 

তিনি বলেন, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা সাধারণভাবে ইসলামের পক্ষের লোক। কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, এটি অনেকে চান না। না চাওয়ার কারণে আলেমরা যখন তাদের প্রতিনিধি সংসদে পাঠানোর জন্য বলেন, তখন সাধারণ মানুষ সেভাবে সমর্থন দেন না। মানুষ যদি বুঝতো আলেমরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করলে রাষ্ট্র আগের চেয়ে ভালো চলবে, তাহলে তারা সমর্থন দিতেন।  

প্রচলিত রাজনীতির বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে রাজনীতির ব্যাপারে একধরনের বিরক্ত ও অনীহা তৈরি হয়েছে। কিছু রাজনৈতিক নেতার আচরণে বিভিন্ন সময় মানুষ বিরক্ত হয়েছে। এজন্য অসংখ্য মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। 

ভোটের মাঠে আলেমদের প্রভাব নিয়ে ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, অনেক সময় আলেমরা যোগ্য নেতা দিতে পারে না। অনেক যোগ্যতা সম্পন্ন আলেম আছে, তবে তারা মাঠে প্রমাণ দিতে পারছে না। এছাড়া আমাদের দেশে দীর্ঘদিন ধরে বুর্জোয়া রাজনীতি চলছে। অর্থ দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়। আলেমদের হাতে অর্থ নেই। তাই আলেমরা অন্যদের মতো দল ভারী করতে পারে না। কিছু লোক মনে করে রাজনীতি আলেমদের মানায় না।

তিনি বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ আহ্বান আসলে পাল্টে যেতে পারে ভোটের মাঠের পরিস্থিতি। আজকের মতো এরকম না হলেও অনেকাংশ প্রভাব পড়বে। কিন্তু আলেমরা রাজনৈতিকভাবে এক ফ্লাটফর্মে আসে না। এক ব্যানারে যদি আসে, এক প্রতীকে নির্বাচন করে তাহলে বিশাল প্রভাব পড়বে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত