তিতাস গ্যাসের নাম পরিবর্তনের অনুমতি


নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, এখন থেকে কোম্পানিটির নাম ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড’-এর পরিবর্তে ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’ হবে।
১৩ এপ্রিল থেকে কোম্পানিটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
পাশাপাশি এখন থেকে ‘তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড’ এর পরিবর্তে ‘তাকাফুল ইসলামী ইন্যুরেন্স পিএলসি’ হবে।
রোববার থেকে কোম্পানিটি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ভিওডি বাংলা/এম