• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপির মানববন্ধনে আ.লীগ নেতা

   ২ মে ২০২৫, ১২:২৯ পি.এম.

রাজশাহী প্রতিনিধি: 

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিএনপির নেতাকর্মীরা। সেই অনুষ্ঠানে দেখা গেছে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লবকে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মাহবুবুল ইসলামের অপসারণের দাবিতে তাহেরপুর পৌর কৃষকদলের আহ্বায়ক আলাল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান বিপ্লবও অংশ নেন।

জানা গেছে, তাহেরপুর কলেজ চত্ত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন একর সম্পত্তি রয়েছে। রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্যা আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র থাকাকালে কলেজের সেই সম্পত্তিতে ১৯ লাখ টাকা ব্যয়ে ৪১টি ঘর নির্মাণ করেন। পৌরসভার অর্থায়নে নির্মিত এসব ঘর থেকে ভাড়া দিয়ে টাকা উঠাতে থাকেন তিনি।

গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতারা ঘরগুলো দখল করে। পরে তাহেরপুর কলেজের নামে সেগুলো ভাড়া দেন তারা। সম্প্রতি ইউএনও মাহবুবুল ইসলাম কলেজ কর্তৃপক্ষকে ওই ঘরগুলো থেকে ভাড়া আদায় করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয় বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, সাবেক এমপিকে পুর্নবাসনের চেষ্টা করছেন ইউএনও।

বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আওয়ামী নেতার অংশ নেওয়ার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া

বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া নিয়ে মাহবুবুর রহমান বিপ্লব বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে নয়, কলেজের শিক্ষক হিসেবে আমি সেখানে যোগ দিয়েছিলাম।’

ডিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার