• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

খালেদা জিয়াকে অভ্যর্থনা: নেতাকর্মীদের প্রতি বিএনপির নির্দেশনা

   ৪ মে ২০২৫, ০৪:২৯ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে ফিরছেন তিনি। এ উপলক্ষ্যে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে বিএনপিসহ তার অঙ্গসংঠনগুলোর নেতাকর্মীরা। আর এই অভ্যর্থনা শান্তিপূর্ণভাবে করতে দলটির পক্ষ থেকে এর নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। সেখানে কোনো সংগঠনের নেতাকর্মীরা কে কোথায় দাঁড়াবেন তা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা দাঁড়াবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল- লা মেরিডিয়ান থেকে খিলখেত এলাকা, যুবদল- খিলখেত থেকে রেডিসন হোটেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দাঁড়াবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল- আর্মি স্টেডিয়াম থেকে কবরস্থান, কৃষক দল- বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল- কাকলী মোড় থেকে শেরাটন হোটেল।

এ ছাড়াও, ওলামা দল,তাতী দল, জাসাস, মৎস্যজীবী দল- শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল ও সকল পেশাজীবী সংগঠন- বনানী কাঁচাবাজার থেকে গুলশান ২, মহিলা দল ও বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ- গুলশান ২ গোলচত্ত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকরমীদের সুবিধামতো জায়গায় থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সকল নেতাকর্মী জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাটা সম্পূর্ণভাবে নিষেধ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারির নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনা আছে : ফুয়াদ
ফেব্রুয়ারির নির্বাচন একতরফা হওয়ার সম্ভাবনা আছে : ফুয়াদ
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
খালেদা জিয়াকে নির্যাতনকারীদের বিচার চাইলেন আব্বাস
খালেদা জিয়াকে নির্যাতনকারীদের বিচার চাইলেন আব্বাস