• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

   ১২ মে ২০২৫, ০৫:৩২ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।

দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠীরা জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নির্বাচনে অভিযুক্ত ১১৭ ছাত্রলীগের নেতা ভোটার
ডাকসু নির্বাচনে অভিযুক্ত ১১৭ ছাত্রলীগের নেতা ভোটার
খামারিদের জন্য ‘ডিজিটাল খামারি’ অ্যাপ চালু
খামারিদের জন্য ‘ডিজিটাল খামারি’ অ্যাপ চালু
উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ
উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ