• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র-অধিকার প্রতিষ্ঠা

ফের আন্দোলনে নামতে হবে: মজনু

   ১৪ মে ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, এবার প্রয়োজনে তরুণদের নিয়ে আবার গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে।

বুধবার (১৪ মে) দুপুরে নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ সমাবেশের প্রস্তুতি সভা তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি, সেই তাদের রাজনৈতিক অধিকার অস্বীকার করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেয়া যাবে না। আজ যেই তরুণটির বয়স ৩০-৩৫ বৎসরের মধ্যে জন্মের পর থেকে অদ্যাবদি তিনি তার মৌলিক যে অধিকার ভোটধিকার সেটাই প্রয়োগ করতে পারেননি। তিনি জানেনই না- ভোট কি? কিভাবে ভোট দিতে হয়? অথচ এটাই তার প্রথম এবং প্রধান রাজনৈতিক অধিকার।

তিনি বলেন, তরুণদের এই রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। রাষ্ট্র যদি এই অধিকার দিতে ব্যর্থ হয় তবে আমরা নিজেরাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব।

সভায় প্রধান বক্তা তানভীর আহমেদ রবিন বলেন, আমরা জনগণের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ যে কোনো মূল্যে আমরা জনগণকে অধিকার ফিরিয়ে দিব। আজ একটি গোষ্ঠী চর দখলের মত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখল করে লুটপাটে ব্যস্ত, তাদের লুটপাটের সাম্রাজ্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ করতেই তারা নির্বাচন দিতে চায় না।
 
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিুর যুগ্ম আহবায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ। এছাড়াও মহানগর দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, ছাত্রদল দক্ষিণের সভাপতি শামিম মাহমুদ, সাধারণ সম্পাদক রহিম ভুইয়া প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত