• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইবিতে ‘তারুণ্য’র আয়োজনে দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং সম্পন্ন

   ১৬ মে ২০২৫, ০৯:১১ পি.এম.

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ এর আয়োজনে “Training on Leadership” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ মে) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি ১১৬ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচ এবং ব্রিটিশ কাউন্সিল এর এক্টিভ সিটিজেন কামরুল ইসলাম রিপন, সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা।

এছাড়া উপস্থিত ছিলেন "তারুণ্য"র ১২ তম সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, ১৩ তম সভাপতি আশিফা ইশরাত জুঁই, ১৪ তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ১৪ তম সভাপতি মো. মারুফ হোসেন-সহ  কয়েক জন সাবেক সদস্য ও কর্মশালায় অংশগ্রহণ করা আরো ৪০ জন সদস্য। 

দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, দলগত কাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের নানা কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সকলকে সার্টিফিকেট দেয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ' দুই দিন ধরে ট্রেইনার বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে আমাদের মাঝে লিডারশীপ কে আরো ভালো ভাবে বুঝিয়েছেন। একটি জায়গা নেতৃত্ব দিতে হলে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে এবং কোন দিকে খেয়াল রাখলে নেতৃত্ব দানের ক্ষেত্র আমরা আরো দক্ষ হয়ে উঠবো সে আমরা শিখেছি। তারুণ্য সদস্যদের নেতৃত্বর গুণাবলি বিকাশিত করার জন্য ২০০৯ সাল থেকে প্রতি বছরই এ ধরণের আয়োজন করা হয়ে থাকে। আপনারা এই গুণাবলি গুলো শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেকে অনেক দূর নিয়ে যাবেন এবং আপনাদের হাত ধরেই তারণ্য বহুদূর এগিয়ে যাবে।'

 তারণ্যের সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন,   'তারণ্য একটি সেচ্ছাসেবী সংগঠন। সেচ্ছাসেবার পাশাপাশি সদস্যদের নেতৃত্ব গুণাবলি বিকাশিত করার জন্যই আজকের এ আয়োজন। এখানে প্রতিটি সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করা হয়। আমরা যেন এই ট্রেইনিং এ প্রাপ্ত শিক্ষাগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে ভালোভাবে প্রয়োগ করতে পারি।'

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ