• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দফতর হবে ঢাকা কলেজ

সাত কলেজে প্রশাসক নিয়োগ

   ১৮ মে ২০২৫, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী ঢাকার সরকারি সাত কলেজ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য নিয়োগ করা হয়েছে প্রশাসক। প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তিভিত্তিতে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দফতর হবে ঢাকা কলেজ।

রোববার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দেওয়ায় হয়েছে। যেহেতু তিনি অবসরে গেছেন, তাই তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির প্রস্তাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন পরিচালিত হবে সরকারি সাত কলেজের কার্যক্রম। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেটির নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

যে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়টি গঠিত হবে সেগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

ঢাকার এই সরকারি সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পরিচালিত হচ্ছিলো। পরে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময় এসব সমস্যা নিয়ে আন্দোলন করে আসছিলেন। 

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর সাত কলেজের শিক্ষার্থীরা ‘লাগামহীন’ আন্দোলন শুরু করে। এর পর এই সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ