• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ বিএনপির ৩ সংগঠনের

   ২৯ মে ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার আলোকে আয়োজিত তারুণ্যের সমাবেশ কর্মসূচির শেষ দিনে রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত সমাবেশ ঘিরে সৃষ্টি হওয়া যানজট ও জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে সংগঠনগুলো। পাশাপাশি কর্মসূচির সফল আয়োজন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩০ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্যে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

যা গতকাল শেষ হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম, খুলনা, বগুড়া এবং ঢাকায় আয়োজিত দুই দিনের সেমিনার এবং সমাবেশের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করা। একইসঙ্গে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত