• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষা-সংস্কৃতির প্রসারে উদার হতে হবে: আবদুস সালাম

   ২৯ মে ২০২৫, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, শিক্ষা-সংস্কৃতির প্রসারে আমাদের আরও উদার হতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে আমি চেষ্টা করব যাতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রধান্য দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ মে) মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আবদুস সালাম বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দিয়েছে। উচিত ছিল এটা বাড়ানো। তবে আমি কথা দিচ্ছি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমার দল বিএনপি সরকার গঠন করলে অর্থ বরাদ্দের ক্ষেত্রে শিক্ষাখাতকে প্রধান্য দেওয়া হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই এলাকার বেশির ভাগ মানুষই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের। সুতরাং এখানকার শিক্ষার্থীরাও ওসব পরিবার থেকে আসে। এদের আর্থিক অস্বচ্ছলতার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করি তাদের মেধা বিকাশ যাতে যথাযথভাবে হয়। এজন্য নানান উদ্যোগ গ্রহণ করেছি। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে দুর্বল ও সবল শিক্ষার্থীদের পৃথকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। 

ভিওডি বাংলা/ ডিআর/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
গণ-অভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভা
গণ-অভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভা