• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওটিটিতে অভিষেক, নতুন চরিত্রে বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গত শনিবার সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ।

ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ। তবে এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, এটি একটি ইমোশনাল গল্পনির্ভর ওয়েব ফিল্ম, যার শুটিং শুরু হবে চলতি মাসেই।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

মিমকে এই প্রজেক্টে যুক্ত করার বিষয়ে কাজী আসাদ বলেন,
‘মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস নায়িকা। দর্শকরা তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখে থাকেন। এই সিনেমায় আমরা তাকে ভেঙে নতুন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করতে চাই। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আশা করি দর্শকরা ভিন্নভাবে মিমকে আবিষ্কার করবেন।’

গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় এই ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন বলে জানান মিম নিজেও। তিনি বলেন,
‘অনেকে জানতে চান কেন কাজ কম করছি। প্রস্তাব অনেক আসে, কিন্তু গল্প কিংবা আনুষঙ্গিক বিষয় ভালো না লাগায় অনেক কাজ করা হয়নি। কাজী আসাদ যখন গল্পটি শোনালেন এবং চরকিতে তার আগের কাজ দেখলাম, তখন মনে হলো এই প্রজেক্টটি করা উচিত।’

এ ছাড়া তিনি জানান, আগামী বছর দর্শকরা তাকে আরও কয়েকটি নতুন কাজেও দেখতে পাবেন।

উল্লেখ্য, এর আগে কাজী আসাদ মোশাররফ করিমকে নিয়ে চরকির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। নাম চূড়ান্ত না হওয়া এই ওয়েব ফিল্মের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। সিনেমাটিতে আরও কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, যাদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চরকি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদি ভাইয়ের মৃত্যুতে অনেক কেঁদেছি: শিরিন শিলা
হাদি ভাইয়ের মৃত্যুতে অনেক কেঁদেছি: শিরিন শিলা
রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
নিশোর কাজ আমার খুবই প্রিয়: সোহিনী
নিশোর কাজ আমার খুবই প্রিয়: সোহিনী