• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিনয় নয়, ছুটির ছবিতেই আলোচনায় মিম

বিনোদন ডেস্ক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পি.এম.
বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীরে ফেসবুক থেকে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ছুটির আমেজে বর্তমানে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে সময় কাটাচ্ছেন মিম। সেখানকার নীল জলরাশি, শান্ত পরিবেশ আর রোমান্টিক আবহের মাঝে কাটানো কিছু মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

বিদ্যা সিনহা মিম। ছবি: অভিনেত্রীরে ফেসবুক থেকে

তবে সবকিছুর মধ্যেও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের কাঠগোলাপ। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ আর পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেসে মিমকে দেখা গেছে দারুণ মোহময়ী রূপে।

কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি। তার মিষ্টি হাসি আর আকর্ষণীয় চাহনিতে ছবিগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিদ্যা সিনহা মিম।

প্রিয় তারকার এমন স্নিগ্ধ ও নান্দনিক রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য প্রশংসা। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত চলচ্চিত্র আমার আছে জল–এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের গুণে দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে নিজের অবস্থান ধরে রেখেছেন মিম।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
নিশোর কাজ আমার খুবই প্রিয়: সোহিনী
নিশোর কাজ আমার খুবই প্রিয়: সোহিনী
‘এমন সাহসী কণ্ঠ কি আর পাব?’—হাদিকে নিয়ে নিলয়
‘এমন সাহসী কণ্ঠ কি আর পাব?’—হাদিকে নিয়ে নিলয়