মৃত্যুর মুখ থেকে ফিরে কনসার্টে নোরা ফাতেহি

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনার পর গুরুতর আঘাতের আশঙ্কায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় ধরনের আঘাত বা রক্তক্ষরণ নেই।
এমন দুর্ঘটনার পরও নির্ধারিত কনসার্টে পারফর্ম করেন নোরা ফাতেহি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আমার কাজ বা স্বপ্নকে থামতে দিই না। এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনও মাতাল চালক আমার সেই সুযোগ কেড়ে নিতে পারবে না।’
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগতির গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে নোরা জানান, এটি তার জীবনের সবচেয়ে আতঙ্কজনক অভিজ্ঞতা। তিনি বলেন, ‘একজন মদ্যপ চালকের কারণে আমার জীবন ঝুঁকিতে পড়েছিল। গাড়ির ধাক্কায় আমি জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।’
নিজের বর্তমান অবস্থা সম্পর্কে নোরা বলেন, ‘শরীরের কিছু জায়গায় আঘাত ও ফোলা আছে, তবে বড় ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আমি ভাগ্যবান যে বেঁচে আছি।’
নোরা ফাতেহি সবাইকে সতর্ক করে বলেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অন্যদের জীবন বিপন্ন করে। এমন বেপরোয়া আচরণ রোধ করা প্রয়োজন।’
ভিওডি বাংলা/জা



